বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
কর মেলা উদ্বোধন

করের আওতা বাড়ানোর পরামর্শ পূর্তমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একই ব্যক্তির কাছে বার বার না গিয়ে আয়করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, যাদের আয়কর দেওয়ার সামর্থ্য আছে তাদের প্রত্যেকের কর দেওয়া উচিত।  বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল নগরীর জিইসি কনভেনশন হলে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে ২৬ লাখ টিআইএনধারী ব্যক্তি যথেষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন, আমি মনে করি দেশে অন্তত ১ কোটি টিআইএনধারী হতে পারে। কারণ গ্রামের এখন অনেকে ভালো ব্যবসা-বাণিজ্য করছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ-লোকসানের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাবিহা মুছা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর সাহা প্রমুখ।

সর্বশেষ খবর