বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্যামলীর দুই হাসপাতালকে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামলীতে রোগ নির্ণয়ের পরীক্ষায় ব্যবহূত রি-এজেন্ট বিক্রির দুটি প্রতিষ্ঠানের দুজনকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই দুটি প্রতিষ্ঠান হলো লাইফটেক ও ভিউটেক। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, শ্যামলীর ১ নম্বর রোডের লাইফটেক প্রতিষ্ঠান রোগ নির্ণয়ের পরীক্ষায় ব্যবহূত রি-এজেন্ট অবৈধভাবে চীন থেকে আমদানি করে। রি-এজেন্টের গায়ে জার্মানি, ইউএসএ ও স্পেনের লেভেল লাগিয়ে বিপণন করছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক আসাদুজ্জামানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।  এছাড়া একই এলাকায় ভিউটেক প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় দেখা গেছে, প্রতিষ্ঠানটি নিম্নমানের রি-এজেন্ট বিদেশ থেকে আমদানি করে বিপণন করে আসছে। রি-এজেন্ট ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করার জন্য নির্দেশিত থাকলেও প্রতিষ্ঠানটিতে তা খোলা তাকে রাখা হয়েছে। ফলে রি-এজেন্টের সঠিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এই অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মোবারক হোসেনকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর