বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজ রাজধানীতে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

মূল্য সংযোজন কর—মূসক বা ভ্যাট কমানোর দাবিতে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মবিরতি পালন করবেন ঢাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাদের জোট ব্যবসায়ী ঐক্য ফোরাম ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির ডাকে গত ৩০ অক্টোবর ঘোষিত এই কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে গতকাল ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ সকাল-সন্ধ্যা সব দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপরও দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের  দাবির মুখে চলতি অর্থবছরে প্যাকেজ ভ্যাট থাকলেও তা অনেক  বাড়িয়ে  দেওয়া  হয়েছে। এমনকি এফবিসিসিআইর সুপারিশ রাখেনি এনবিআর।

সর্বশেষ খবর