বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

১৫ আগস্টের পথ ধরেই ৩ নভেম্বর

আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় আওয়ামী লীগসহ ১৪ দলের কয়েক শীর্ষ নেতা-মন্ত্রী বলেছেন, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পথ ধরেই ৩ নভেম্বর কারাগারে বন্দী থাকা অবস্থায় জাতীয় চার নেতাকে নৃশংস-নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করার নীলনকশা থেকেই ইতিহাসের এই জঘন্য হত্যাকাণ্ড। ক্ষমতা ও মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে কীভাবে মৃত্যুকে মেনে নিতে হয়— চার নেতা ঐতিহাসিক ও রাজনীতিতে শিক্ষণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী ও শহীদ মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাসদের মঈন উদ্দীন খান বাদল, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, সাদেক খান প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনের পরিকল্পনা করেছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে চার নেতার নেতৃত্বেই আমরা মুক্তিযুদ্ধ করি। খুনিরা মনে করেছিল চার নেতাকে শেষ করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়ে যাবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর