শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
লেদারটেক বাংলাদেশ-১৬

চামড়াজাত পণ্য নিয়ে মানুষের বিপুল আগ্রহ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া চামড়াজাত পণ্যের প্রদর্শনী লেদারটেক বাংলাদেশ-১৬’ দর্শকদের মধ্যে চামড়াজাত পণ্য সম্পর্কে আগ্রহ তৈরি করেছে। এরই মধ্যে এই প্রদর্শনীতে আসা দর্শক ও ব্যবসায়ীরা লেদার পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক প্রযুক্তি সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশের তৈরি পণ্য মানুষের আগ্রহ বৃদ্ধি করেছে। গত বুধবার শুরু হওয়া এই প্রদর্শনী উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিন দিনব্যাপী প্রদর্শনীর আজ শেষ দিন। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা আশা করছেন আজ ছুটির দিনে আশানুরূপ দর্শক সমাগম ঘটবে।

পুরান ঢাকা থেকে প্রদর্শনীতে আসা এক ব্যবসায়ী মনসুর আলী এই প্রতিবেদককে বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন চামড়াজাত পণ্য তৈরিতে যে প্রযুক্তি এখানে প্রদর্শিত  হচ্ছে তা আমাদের কাছে কেবলই স্বপ্ন ছিল। টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিষয়ে অধ্যয়নরত এক ছাত্র সুমন বলেন, এই প্রদর্শনীতে এসে চামজাজাত পণ্য ও এর ধরন সম্পর্কে আমরা আধুনিক প্রযুক্তিবিষয়ক জ্ঞান অর্জন করতে পেরেছি। যা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। মূলত এই প্রদর্শনীতে চামড়াজাত পণ্য এবং ফুটওয়ার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং এ সম্পর্কিত স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হয়েছে। আয়োজকরা জানান, এই আয়োজনে ১৫টি দেশের মোট ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকছে। টানা ৪র্থবারের মতো চলতে থাকা এ প্রদর্শনীতে এবার ভারত, চীন, কোরিয়া, তুরস্ক, মিসর, ভিয়েতনাম, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান ও হংকং অংশ নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর