শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ছেলের পর বাবা-মায়েরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে জেসমিন বেগমের (৪০) মৃত্যু হয়। এরপর বেলা পৌনে ১২টার দিকে তার স্বামী আবুল কালাম আজাদ (৪৩) মারা যান। এর আগে গত ২৮ অক্টোবর একই ঘটনায় তাদের ছেলে রনির মৃত্যু হয়। এ নিয়ে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ মোট তিনজনের মৃত্যু হলো।

ঢামেক সূত্র জানায়, গত ২২ অক্টোবর তাদের বাসার গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা বিস্ফোরিত হলে আবুল কালাম আজাদ, তার স্ত্রী জেসমিন, ছেলে রনি, ভাতিজি শারমিন এবং প্রতিবেশী সোহানা দগ্ধ হন। তাত্ক্ষণিকভাবে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে পুলিশ। চিকিৎসাধীন শারমিনের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর