শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আসছে ঘূর্ণিঝড় ‘নাডা’

৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাডা’। বুধবার আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ ‘নাডা’ উত্তর-পশ্চিম দিকে সরে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এজন্য সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে টানা কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ভারতীয় গণমাধ্যমে এই নিম্নচাপের নাম দেওয়া হয়েছে ‘নাডা’। নিম্নচাপের প্রভাবে গতকাল বিকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত আছে। এজন্য নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আছে। এর প্রভাবে ঘূর্ণিঝড় হতে পারে। নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর