শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সোনারগাঁ রিসোর্ট সিটির কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ২ হাজার ৩৫০ বিঘা কৃষিজমি, জলাভূমি ও নিচু জমিতে মাটি ভরাট করে ভূমি উন্নয়নে যাওয়া সোনারগাঁ রিসোর্ট সিটির কার্যক্রম পরিচালনার অনুমতি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি—বেলার এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে বেলার পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।

এর আগে বেলার এক রিটের শুনানি করে ২০১৪ সালের ২ মে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে সোনারগাঁ রিসোর্ট সিটি নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর