শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লায় সেনাসদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ছুটিতে বাড়ি এসে নৃশংস হামলার শিকার হয়েছেন নাজির আহাম্মদ নামের এক সেনা সদস্য। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক আহত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচের আইসিউতে ভর্তি করা হয়েছে। জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বুড়িচং থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল পুলিশ এ ঘটনায় ফরহাদ মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে। পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাভার সেনানিবাসে কর্মরত নাজির আহাম্মদ (৩০) এক মাসের ছুটিতে এসে বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির অদূরে কংশনগর বাজারে আসার পর সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের আবু মুছা, কবির হোসেন, খোকন মিয়া, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম সবুজ, আক্তারুজ্জামান সুজন, ফরহাদ, কামাল মিয়া, রাসেলসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সিএমএইচ এবং পরে অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, এ হামলার ঘটনায় মামলায় অভিযুক্ত একই গ্রামের ফরহাদ মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে, অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর