শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভ্যাট সহজ করুন সবাই উদ্বুদ্ধ হবে

—————————— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ভ্যাট বা করের বোঝা চাপিয়ে দেয়া হলেই মানুষ ভিন্ন পন্থা অবলম্বন করে। তাই কর বা ভ্যাট এমন সহজ করে দেয়া উচিত যাতে সব মানুষই দিতে উদ্বুদ্ধ হয়। গতকাল এক বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। পীর চরমোনাই বিবৃতিতে আরো বলেন, আইন মানুষের কল্যাণের জন্য। যে আইন বা নীতি মানুষকে ভয়াবহ দুর্ভোগে নিপতিত করে এবং মানুষের জন্য কষ্ট হয় এ ধরনের আইন না করাই জাতির জন্য কল্যাণকর। কাজেই ব্যবসায়ীদের ন্যায্য দাবি মেনে নিয়ে স্বচ্ছন্দে ব্যবসা করার সুযোগ করে দেয়া সরকারের দায়িত্ব। ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নেমে আসা শুভ লক্ষণ নয়।

সর্বশেষ খবর