শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সরকারের প্ররোচনায় নাসিরনগরে হামলা

————— বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম নিয়ে কটুক্তির জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর-উপাসনালয়ে হামলার নেপথ্যে সরকারের ‘প্ররোচনা’ রয়েছে বলে দাবি করছে বিএনপি। দলটি বলছে, গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে জেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। মির্জা ফখরুল বলেন, ‘গত রাতে এত পুলিশ, র‌্যাব পরিবেষ্টিত এলাকায় আবারো ৫টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানুষ বোকা নয়। খুব ভালোভাবেই বুঝতে পারা যায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে আপনাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ) প্ররোচনাতেই বাংলাদেশে এমন অবস্থা তৈরি করতে চাচ্ছেন, যাতে সাম্প্রদায়িকতা উসকে ওঠে।’

তিনি বলেন, ‘এদেশে আমরা অতীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছি, রক্ষা করতে চাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। এখানে উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায় করার যে আন্দোলন চলছে তাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এই অপচেষ্টা জনগণ মেনে নেবে না।’

দেশে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘অতীতে আওয়ামী লীগ সব অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। সেই দলটি আবার ক্ষমতা দখল করে সব অধিকার কেড়ে নিচ্ছে। দেশে এখন কোনো নিরাপত্তা নেই। আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না।’

সর্বশেষ খবর