রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিকৃবির দশকপূর্তি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বর্ণাঢ্য আয়োজনে দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টায় সিলেট সিকৃবি ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। এটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম শাহী আলম, রেজিস্ট্রার বদরুল হক শোয়েব, পরিচালক প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

দশকপূর্তির দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২ নভেম্বর প্রতিষ্ঠা পায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ৬টি অনুষদে ৪২টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। ১০ বছরে গ্রীষ্মকালীন টমেটো ও সিমসহ বিভিন্ন সবজি চাষের পদ্ধতি উদ্ভাবনসহ ২০টি গবেষণা কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর