সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনে বাঘের তথ্য জানতে শুরু হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনে বাঘের তথ্য জানতে শুরু হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং

বাঘের সর্বশেষ সংখ্যা কত জানতে চলতি সপ্তহে শুরু হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। বাঘ মনিটরিংয়ের জন্য সুন্দরবনে এমন উদ্যোগ নিয়েছে বন অধিদফতর। এ কাজে সময় লাগবে তিন মাস। মনিটরিংয়ের মাধ্যমে সুন্দরবনের কোথায় বাঘ আছে, কী অবস্থায় আছে এসব বিষয় পর্যবেক্ষণ করা হবে। সুন্দরবন বন বিভাগ ক্যামেরা ট্র্যাকিংয়ের বিষয়ে আগামীকাল প্রস্তুতিমূলক সভা করবে।

সূত্র জানায়, ২০২২ সালের মধ্যে সুন্দরবনে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। ২০১৪ সালে সর্বশেষ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। প্রজনন ক্ষমতা বাড়িয়ে বাঘের সংখ্যা দ্বিগুণ করতে সুন্দরবনে আরও ১৮টি অভয়ারণ্য করা হচ্ছে। সুন্দরবন বন বিভাগ সূত্র জানায়, সর্বশেষ শুমারিতে সন্তুষ্ট নন বিশেষজ্ঞরা। ওই শুমারিতে ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে বলে তাদের ধারণা। এদিকে  সুন্দরবনের নীলকমল, কটকা, কচিখালী ও সাতক্ষীরা রেঞ্জে বাঘের বাচ্চা দেখা যাচ্ছে। এতে বন বিভাগ আশার আলো দেখছে। ২০০৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও বনবিভাগের যৌথ এক সমীক্ষায় উল্লেখ করা হয়, সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি। বিদেশি বিশেষজ্ঞদের অভিমত, বনবিভাগের দায়িত্বহীনতা, বাঘের প্রতি উদাসীন দৃষ্টিভঙ্গি এবং চোরা শিকারিদের অপতত্পরতার কারণে সুন্দরবন থেকে বাঘ হারিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন, সুন্দরবনের বাঘ রক্ষায় বনবিভাগের পাশাপাশি র‌্যাব, কোস্টগার্ড ও নৌবাহিনীর আরও সতর্ক হওয়া প্রয়োজন। সূত্রমতে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া বাঘ মনিটরিংয়ের জন্য দুজন আমেরিকান বিশেষজ্ঞ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। দুজন আমেরিকান বিশেষজ্ঞ গ্যারি এফ কলিন্স ও ক্যাথি ওয়াচয়ালা এ মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন। বনবিভাগের সুন্দরবন সার্কেলের বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহম্মেদ বেঙ্গল টাইগার কনজারভেশন অ্যাক্টিভিটি-বাঘ প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করবেন। সুন্দরবন (পশ্চিম) বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদ আলীর দেওয়া তথ্য মতে, বন এলাকায় প্রায় তিনশ ক্যামেরা স্থাপন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর