সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে এমপিদের থাকা নিয়ে আজ আদেশ

নিজস্ব প্রতিবেদক

ইচ্ছা পোষণ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং গভর্নিং বডির বিশেষ কমিটির বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদনের ওপরে আজ আদেশ দেওয়া হবে। এ বিষয়ে শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশের দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। পরে ইউনুছ আলী জানান, শুনানি শেষে সোমবার (আজ) আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

বিধান অনুযায়ী সংসদ সদস্যরা ইচ্ছা করলেই পদাধিকারবলে স্থানীয় স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না বলে ওই দিন আইনজীবীরা সাংবাদিকদের জানান। তবে চাইলে এমপিরা নির্বাচনের মাধ্যমে সভাপতি হতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর