সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতি কমালে দাম কমবে গ্যাসের

——— সৈয়দ আবুল মকসুদ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি কমালে দাম কমবে গ্যাসের

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গ্যাসের দাম বাড়লে সবকিছুরই দাম বাড়বে, এতে ভোগান্তিতে পড়বে জনগণ। গ্যাস খাতের অব্যবস্থাপনা দূর করতে হবে। পাশাপাশি গ্যাসের অপচয় দূর করলেও উপকার পাওয়া যাবে। এ ছাড়া এ খাতের কর্মকর্তাদের দুর্নীতি এবং জ্ঞানের অভাবও বিরাট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক সমাজ আয়োজিত আলোচনা সভায় এসব এ কথা বলেন তিনি।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, পরিবেশ আন্দোলনের নেতা সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, স্থপতি মোবাশ্বের হোসেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাস-ট্রাক মালিক সমিতির রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।

আবুল মকসুদ বলেন, গ্যাসের দামের বিষয়টি রাজনৈতিক নয়, অর্থনৈতিক। গণব্যবহারের জিনিসের দাম বাড়াতে হলে অবশ্যই গণশুনানি করতে হবে। দেশের সম্পদ দেশের মানুষ ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। জনগণের স্বার্থ বিবেচনা করতে হবে, প্রত্যাশা ছাড়া কোনো কিছুই করা উচিত হবে না সরকারের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর