শিরোনাম
মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভিসা ট্রেডারদের মানব পাচারকারী মনে করে সৌদি আরব

বাংলাদেশি প্রতিনিধি দলকে সৌদি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভিসা ট্রেডারদের মানব পাচারকারী হিসেবে  বিবেচনা করে সৌদি আরব।  সৌদি আরব সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলকে এ তথ্য জানান সৌদি মন্ত্রী। এমনকি সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি প্রতিনিধি দলকে জানান। সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বজলুল হক হারুনের নেতৃত্বে ৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল গত ৬ নভেম্বর থেকে তিন দিনের সফরে সৌদি আরব রয়েছেন। আরও বেশি পরিমাণে বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়ে কথা বলতে প্রথমেই তারা সৌদি আরবের  শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী মকরেজ আল হুকবানী এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সৌদি মন্ত্রী মকরেজ আল হুকবানী বলেছেন, ভিসা ট্রেডিং-কে তার দেশ মানবপাচার হিসেবে বিবেচনা করে। এ কাজে জড়িতদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সৌদি সরকার বদ্ধপরিকর। তবে তিনি মহিলা গৃহকর্মীদের নিরাপত্তা বিধানের বিষয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। তিনি বলেন, গৃহকর্মী ও গৃহকর্তা উভয়ের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তার দেশ প্রয়োজনীয় সব প্রকার ব্যবস্থা নিয়েছে। কিন্তু পুরুষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অভিবাসন ব্যয় হ্রাস করার বিষয়ে তিনি সৌদি সরকারের কঠোর অবস্থানের বিষয়টি উল্লেখ করেন। এ বিষয়ে তিনি উভয় দেশের এক সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।  বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ক শ্রম উপমন্ত্রী  যায়েদ আল সায়েগ, শ্রম মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সালেহ বিন আল সারেখসহ বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য তালুকদার মো. ইউনুস, এ কে এম আওয়াল সাইদুর রহমান,  মো. নুরুল ইসলাম সুজন,  নজরুল ইসলাম (বাবু) এবং বায়রা সভাপতি সাবেক সংসদ সদস্য  বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

গতকাল প্রতিনিধি দলের সদস্যরা সৌদি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে হজ ও ইসলামী শিক্ষার সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন।

সর্বশেষ খবর