মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাদ পড়া ভোটারদের বিশেষ সুযোগ ইসির

নিজস্ব প্রতিবেদক

বাদ পড়া ভোটারদের বিশেষ সুযোগ ইসির

আবারও ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন বাদ পড়া নাগরিকরা। এক্ষেত্রে যাদের জন্ম ১ জানুয়ারি ১৯৯৯ সাল বা তার পূর্বে তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন তাদের তথ্য নেওয়ার ব্যবস্থা করবে। আগামী বছরের ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করার আগে নির্বাচন কমিশন এ সুযোগ দিচ্ছে। আগামী ৯ নভেম্বর এ নিয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছে। বেলা ১১টায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে ইসির ১৩৩তম এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।   ইসি সূত্র জানিয়েছে, ১৯৯৯ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের ভোটার তালিকাভুক্ত করতে শিগগির নিবন্ধন তথ্য নেবে ইসি। বিশেষ করে কম বয়সীদের যারা নির্ধারিত সময়ে নিবন্ধিত হয়নি তাদের  ভোটার করতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।  সেক্ষেত্রে ১ জানুয়ারি ২০১৭ সালে যাদের বয়স ১৮ হতে যাচ্ছে তাদের নিবন্ধন করা হবে। ভোটার তালিকাভুক্ত করার জন্য শিগগির নিবন্ধনের সময়সূচি নির্ধারণে বুধবার কমিশন বৈঠকে বসছে। এ বিষয়ে ইসির উপ-সচিব নুরুজ্জামান তালুকদার জানান, যাদের জন্ম ১ জানুয়ারি ১৯৯৯ বা তার আগে অথচ ২০১৫-২০১৬ সালের কার্যক্রমের নিবন্ধন করা হয়নি; তাদের আগামী বছরের ২ জানুয়ারি প্রকাশিতব্য খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য নতুন করে নিবন্ধন করা হবে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে এ সুযোগ দেওয়া হবে। শিগগির সময়সূচি জানানোর জন্য ইসি কমিশন সভায় সিদ্ধান্ত দেবে। এক্ষেত্রে বাড়ি বাড়ি যাবে নাকি নির্ধারিত উপজেলা নির্বাচন অফিস বা অন্যত্র এসে নিবন্ধন করানো হবে তাও জানানো হবে বলে জানান এ কর্মকর্তা। নুরুজ্জামান জানান, গেল বছরের হালনাগাদে কমবয়সীদের নিবন্ধনে অপেক্ষাকৃত কম সাড়া পড়েছে। অনেকে নিবন্ধন করতে পারেনি। এ জন্য নতুন করে তাদের সুযোগ দেওয়া হচ্ছে। এ নাগরিকরাই ২০১৭ সালের ১ জানুয়ারি ভোটারযোগ্যও হচ্ছেন।

সর্বশেষ খবর