বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বরিশালে খাল খননের নামে ৪০ লাখ টাকা আত্মসাৎ!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলায় সংস্কারের নামে সাউদের খাল নামমাত্র পুনঃখনন করে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পে চুক্তিবদ্ধ ভূমিহীন সমিতির দলনেতা মো. হাফিজুর রহমান ও জহিরুল হক চৌধুরী এই টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশ্য কাজ না করে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেছেন তারা। জানা যায়, সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাউদের খালের ৪.৪২ হেক্টর পুনঃখননের পর মাছের পোনা অবমুক্ত করার প্রকল্প নেওয়া হয়। ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে জলায়তন ২.৯৫ হেক্টর এবং মোট  মাটির  কাজের পরিমাণ ৪৪ হাজার ৯৯১ ঘনমিটার। সাউদের খাল পাড় ভূমিহীন সমিতির সুফলভোগী ২৭ জন পুরুষ ও ৯ জন নারী সদস্যের নাম ব্যবহার করে  ওই প্রকল্প  সমিতির  কথিত দলনেতা হিসেবে চুক্তিবদ্ধ হন গোরক্ষডোবা গ্রামের বাসিন্দা ঢাকায় বসবাসকারী মো. হাফিজুর রহমান ও পশ্চিম বাউরগাতির বাসিন্দা ঢাকায় বসবাসকারী জহিরুল হক চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর