বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শচীন দেববর্মণ উৎসব শুরু হচ্ছে কাল

সাংস্কৃতিক প্রতিবেদক

শচীন দেববর্মণ উৎসব শুরু হচ্ছে কাল

সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার আয়োজনে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিনদিনের শচীন দেববর্মণ উৎসব। প্রধান অতিথি থেকে এ দিন বিকালে সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের সঙ্গে এ উৎসবে ভারতের শিল্পীরাও অংশগ্রহণ করবেন। প্রথম দিন সন্ধ্যায় দলীয় সংগীত পরিবেশন করবে আয়োজক সংগঠন বহ্নিশিখা। একক সংগীত পরিবেশন করবেন সজীব চৌধুরী, মামুন জাহিদ খান, তানসেন রহমান, আবিদা রহমান সেতু, কলকাতার দোলা বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিবেশন করবে কলকাতার সাংস্কৃতিক নবনালন্দা। দ্বিতীয় দিন সন্ধ্যায় একক সংগীত পরিবেশন করবেন সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, সুজিত মোস্তফা, বাবু রহমান, চন্দনা মজুমদার, রূপালি চম্পক, পাপিয়া সারোয়ার, সন্দীপন, ত্রিপুরার রাকেশ দেববর্মণ, তনুজা দেববর্মণ ও সুব্রত দেবনাথ। ১৩ নভেম্বর শেষ হবে তিনদিনের এ আয়োজন। সমাপনী আয়োজনে থাকবে শুধু নৃত্য। ওই দিন প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর