বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অলিম্পিয়াসহ চার বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে অলিম্পিয়াসহ চারটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এপিবিএন-৫-এর অপারেশন্স অফিসার এসি মো. সাইদুর রহমান রুবেল জানান, গতকাল দুপুরে রামপুরার ডিআইটি রোডে ‘অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি’র খাবার পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইয়াসিনকে ৫ হাজার; একই অপরাধে ‘দিলস্বাদ ফুডস’-এর ব্যবস্থাপক সুমনকে ১০ হাজার ও ‘ফুলকলি সুইটস অ্যান্ড পিওর ফুড’-এর ব্যবস্থাপক আকতার হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। ওয়ারীর র্যাংকিন স্ট্রিটে ‘বিগ বাজার সুপার শপ’ বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি করায় ব্যবস্থাপক মুরাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর