বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তুরাগ নদীতে ভরাট কাজ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

তুরাগ নদীতে মাটি ভরাট, দখল ও নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি কাজী  রেজাউল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, গাজীপুরের ডিসি, টঙ্গী ও তুরাগ থানার ওসিকে ৪৮ ঘণ্টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বলে জানান রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ। এছাড়া তুরাগ নদী ভরাটের সঙ্গে জড়িতদের নামের তালিকা তিন সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে গাজীপুরের জেলা প্রশাসককে বলা হয়েছে। তুরাগ নদী ভরাট বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর