বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজউকের সামনে গ্রাহক বুথ বসাতে হবে : পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজউকের সামনে দালালরা ঘোরাঘুরি করে। অ্যাপার্টমেন্টের খোঁজে কেউ এলে বলে দেয় ‘নাহ, অ্যাপার্টমেন্ট নেই। ওরা সোজা না করে দেয় গ্রাহকদের। দালালরা লাভবান না হওয়ায় মানুষকে অ্যাপার্টমেন্ট কিনতে নিরুৎসাহী করে।’ গতকাল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ডরুমে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উত্তরা প্রকল্পে নির্মিত ফ্ল্যাট ক্রেতাদের জন্য রাজউক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। গণপূর্ত মন্ত্রী বলেন, গ্রাহকরা যাতে প্রতারিত না হয় এজন্য রাজউকের সামনে গ্রাহক বুথ বসাতে হবে। উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউক ১৭৯টি ভবনে ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ করবে। এর মধ্যে আট হাজার ৬৩৬টির নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর