শিরোনাম
শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্লট বরাদ্দ নীতিমালা সংস্কার করলেই অনিয়ম কমে যাবে

সংসদীয় কমিটির প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্লট/ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা সংস্কারসহ কোটা প্রথা বাস্তবায়ন করলেই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনেক অনিয়ম ও দুর্নীতি কমে যাবে বলে প্রতিবেদন দিয়েছে সংসদীয় সাব-কমিটি। এ ছাড়া দুই বছর আগে কোটার বিষয়ে গঠিত সাব-কমিটির আলাদা সুপারিশও জমা দেওয়া হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এসব বিষয়ে সুপারিশ করা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সাব-কমিটির প্রতিবেদন গ্রহণ করে সব প্রকল্পের প্লট/ফ্ল্যাট বরাদ্দের জন্য একটি যুগোপযোগী বরাদ্দ নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। একই সঙ্গে স্থান ও এলাকাভেদে ক্যাটাগরি এবং কোটার হার অপরিবর্তিত রাখারও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দবিরুল ইসলাম। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, এ কে এম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর