শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘পাবলিক টয়লেটের জন্য প্রয়োজনে জমি অধিগ্রহণ’

আগামী তিন মাসের মধ্যে আরও ১২টি পাবলিক টয়লেট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক বলেছেন, মানসম্মত টয়লেট নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছি। রাজধানীতে জমির সংকট রয়েছে। আধুনিক ও দৃষ্টিনন্দন পাবলিক টয়লেট তৈরির জন্য প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে। গতকাল রাজধানীর মহাখালী, ফার্মগেট ও শ্যামলীতে তিনটি পাবলিক টয়লেট উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় এবং এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে ওয়াটার এইড বাংলাদেশ এসব পাবলিক টয়লেট স্থাপন করে। আনিসুল হক আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে আরও ১২টি পাবলিক টয়লেট উদ্বোধন করা হবে। দৃষ্টিনন্দন এই টয়লেটগুলো এখন যথাযথভাবে সংরক্ষণ প্রয়োজন। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছি। টয়লেট উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ড. মো. খায়রুল ইসলাম, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নাছির, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান এবং ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানও উপস্থিত ছিলেন। এই তিনটিসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় মোট আটটি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন করা হলো। গাবতলী, সায়েদাবাদসহ গুরুত্বপূর্ণ এলাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এ পর্যন্ত মোট ১৬টি পাবলিক টয়লেট উদ্বোধন করা হয়েছে বলে জানান, ওয়াটার এইড বাংলাদেশের মিডিয়া অ্যান্ড আউটরিচ কমিউনিকেশন কর্মকর্তা এস এম আরিফুল আজিম।

সর্বশেষ খবর