শিরোনাম
শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বেড়েছে ভোজ্য তেল সবজির দাম

বাজার দর

নিজস্ব প্রতিবেদক

বেড়েছে ভোজ্য তেল সবজির দাম

রাজধানীর নিত্যপণ্যের বাজারে বেড়েছে সব ধরনের ভোজ্যতেল ও সবজির দাম। গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে ভোজ্যতেলের দাম লিটারে চার থেকে পাঁচ টাকা বেড়েছে। এ ছাড়া খুচরা বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের সবজি। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। গতকাল রাজধানীর মিরপুর ও নর্দ্দা বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে কোনো ধরনের ঘোষণা ছাড়াই। পাইকারি দাম বেড়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে বলে বিক্রেতারা দাবি করছেন। তবে দাম কমেছে কাঁচামরিচের। এ ছাড়া অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া মোটা চালের দামও কমতে শুরু করেছে। গতকাল বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকায়। অন্যদিকে, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৭০ টাকায়। করলা ১০ বেড়ে ৬০ টাকায়, বেগুন ৬০, গাজর ৮০, পেঁপে ২৫, শিম ৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৫০, ঝিঙ্গা ৬০, বরবটি ৮০, চিচিঙ্গা ১০ টাকা বেড়ে ৬০, ফুলকপি পিস ৩০, আলু (পুরনো) ৬ টাকা বেড়ে ৩০, মুলা ৪০ ও শসা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর