শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘অযৌক্তিক করারোপ দুর্ভোগ সৃষ্টি করেছে’

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করাই সরকারের দায়িত্ব। কিন্তু অযৌক্তিক করারোপ করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনো সরকারের কাজ হতে পারে না। তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজনের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। তা সামাল দিতে জনগণের ওপর কর চাপিয়ে দেওয়া হচ্ছে। অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স, ভ্যাট ও কর বৃদ্ধি করা হলে জনগণ তার প্রতিবাদে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। গতকাল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর