শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতীয় স্কেলে বেতন ভাতা চান ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় স্কেলে বেতন ভাতা দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির নেতারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— মাদ্রাসা বোর্ডের নিয়মানুযায়ী আগের সব শিক্ষককে পুনর্বহাল, মাদ্রাসাগুলোর স্থায়ী নিবন্ধন, মাদ্রাসা ভবন নির্মাণ এবং শিক্ষকদের জন্য পিটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করা।

সর্বশেষ খবর