রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হজের প্রাক-নিবন্ধন ডিসেম্বরে শুরু

মন্ত্রণালয়ে আজ সভা আহ্বান

মোস্তফা কাজল

আগামী বছর ২০১৭ পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইনে আগাম প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। হজ কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে একটি বৈঠক কয়েক দিন আগে ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। গতবার হজের প্রাক-নিবন্ধনের সিরিয়াল নম্বরের পর থেকেই এই নতুন নিবন্ধন শুরু হবে। নির্ধারিত কোটার মধ্যে না পড়ার কারণে গত বছর যারা হজ পালনে যেতে পারেননি তারা যেন এবার অগ্রাধিকার পান সে জন্যই এই সিদ্ধান্ত  নেওয়া হচ্ছে। আজ ধর্ম মন্ত্রণালয়ে প্রাক-নিবন্ধনের বিষয়ে সভা ডাকা হয়েছে।

জানতে চাইলে ধর্মসচিব মো. আবদুল জলিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হজের প্রাক-নিবন্ধন কাজ শুরু করতে চাই। গত বছর অনলাইন সিস্টেম ডেভেলপ করে সবাইকে প্রশিক্ষণ দিয়ে কাজ শুরু করতে একটু সময় লেগেছিল। আশা করছি এবার বেশি সময় লাগবে না। এবার প্রাক-নিবন্ধিতদের মধ্য থেকে সিরিয়াল অনুসারে নির্ধারিত কোটার হজযাত্রীদের প্যাকেজ মূল্য পরিশোধ করে মূল নিবন্ধনের সুযোগ দেয়া হবে এবং তারাই হজে যেতে পারবেন। আগের সিরিয়ালের পর থেকে শুরু করা হবে এ জন্যই যে যাতে কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। কারণ আমরা আগেই বলেছি অপেক্ষমাণদের অগ্রাধিকার দেওয়া হবে। জানা গেছে, এ বছরও বেশকিছু হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো এখনো ধর্মসচিবের কাছে দেওয়া হয়নি। সচিবের হাতে পৌঁছার পর এগুলো দ্রুত তদন্ত করার জন্য একটি কমিটি করে দেওয়া হবে।

সর্বশেষ খবর