রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মোনেম খানের জমি বাজেয়াপ্তের দাবি

নিজস্ব প্রতিবেদক

মোনেম খানের জমি বাজেয়াপ্তের দাবি

পাকিস্তানি হানাদার বাহিনীর কুখ্যাত দালাল মোনেম খানের অবৈধভাবে দখল করা সব সরকারি জমি বাজেয়াপ্তের দাবিতে গতকাল রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় —বাংলাদেশ প্রতিদিন

স্বাধীনতা যুদ্ধের সময় দেশবিরোধী কুচক্রী ও তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খানের দখলকৃত জমিও বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন। তাদের এ দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল বনানী ২৭ নম্বর সড়কে মোনেম খানের বাড়ির সামনে মানববন্ধন করে মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠনএ দাবি জানায়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ও সাংবাদিক আবেদ খান অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর