রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘বিজ্ঞানের আবিষ্কারের প্রতি আস্থা থাকতে হবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বিজ্ঞানের আবিষ্কার ও গুরুত্ব সাধারণ মানুষ প্রথম পর্যায়ে বুঝতে পারে না। শত শত বছর ধরে মানুষ জেনে এসেছে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কিন্তু একজন বিজ্ঞানী যথাযথ তথ্য দিয়ে যখন বললেন পৃথিবী ঘোরে, তখন প্রথম রি-অ্যাকশন হয় যে, ওই বিজ্ঞানী পাগল। সুতরাং বিজ্ঞান নিয়ে যারা পড়বে, তাদের বিজ্ঞানের সূত্র আবিষ্কারের প্রতি বিশ্বাস ও আস্থা থাকতে হবে।’

গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ‘সায়েন্স ক্লাব’ দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। তিনি বলেন, আজ থেকে ১০ বছর আগে মানুষ জানত না স্ট্রবেরি কী জিনিস? এ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক নতুন উদ্ভাবনী প্রক্রিয়ার মধ্য দিয়ে স্ট্রবেরি কীভাবে চাষাবাদ করা যায়, এ বিশ্বাস মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন। বাকিটা কিন্তু কৃষক নিজেই করেছে।

সর্বশেষ খবর