রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বর্তমান আইনে ভ্যাট ও কর প্রদানে ভোগান্তি কমবে : এনবিআর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ১৯৯১ সালের আইনের চেয়ে ২০১২ সালের ভ্যাট আইন সবদিক দিয়ে উন্নত করা হয়েছে। ভ্যাট ও ট্যাক্স প্রদান প্রক্রিয়া সহজতর করতে সরকার এই আইন করেছে। এতে ভ্যাট ও ট্যাক্স প্রদানে ভোগান্তি কমবে। জাতীয় রাজস্ব আদায়ে ভ্যাট ও ট্যাক্স অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভ্যাট ও ট্যাক্স আদায়ে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যবসায়ী নেতাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজস্ব বৃদ্ধিতে শুধু সরকারি কর্মকর্তা নয়, ব্যবসায়ী নেতাদেরও ভূমিকা রাখতে হবে।

গতকাল সিলেট চেম্বারে ভ্যাট আইন ২০১২ বিষয়ে একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সর্বশেষ খবর