সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেই রুনার মৃত্যু নিয়ে রহস্যের বেড়াজাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর এলাকায় রহস্যজনকভাবে দগ্ধ শামীমা আক্তার রুনা (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন, রুনার শ্বাসনালিসহ শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শনিবার সকালে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সামনে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় রুনাকে উদ্ধার করে পুলিশ।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, রুনার শরীরে কীভাবে আগুন লেগেছিল তা জানা যায়নি। মৃতের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রামে। রুনা পুলিশকে জানিয়েছিলেন, শুক্রবার রাত ২টার সময় তার সঙ্গে থাকা বদ জিন তাকে বিমানবন্দর রেললাইন বালুরমাঠ এলাকায় নিয়ে যায়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর গোলচত্বরে তার গায়ে আগুন লাগিয়ে বদ জিন পালিয়ে গেছে। তিনি দৌড়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সামনে এসে পড়লে  তাকে  উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর