সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কামিলে পাসের হার ৯৮ ভাগের বেশি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষা-২০১৪ এর ফল গতকাল প্রকাশিত হয়েছে। দুপর্বেই পাসের হার শতকরা ৯৮ ভাগের বেশি। দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে আনুষ্ঠানিক ভাবে এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর কামিল (স্নাতকোত্তর) প্রথম পর্বের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৫২৬ জন। পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করে ১৭ হাজার ৬৯১ জন। পাসের হার ৯৮.০৭ শতাংশ। আর কামিল দ্বিতীয় (স্নাতকোত্তর) পর্বের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৮১৭ জন। অংশ নেয় ১৪ হাজার ৬৮০ জন। পাস করে ১৪ হাজার ৪৩৭ জন। পাসের হার ৯৮.৩৪ শতাংশ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট (www.iu.ac.bd) এ ভিজিট করে ফলসহ যাবতীয় তথ্য জানা যাবে।

সর্বশেষ খবর