সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইলিশ নিবন্ধিত হচ্ছে জিআই পণ্য হিসেবে

নিজস্ব প্রতিবেদক

ইলিশকে বাংলাদেশের বাণিজ্যিক পণ্য হিসেবে আন্তর্জাতিভাবে প্যাটেন্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ইলিশ’ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ইলিশ এখনো আন্তর্জাতিক বাণিজ্যিক ক্যাটাগরিতে তালিকাভুক্ত নয়। তাই এ বিষয়ে নিবন্ধন নিতে মৎস্য অধিদফতরের পক্ষ থেকে গতকাল শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সরকার জিআই পণ্যসহ বাংলাদেশের মেধাসম্পদের মালিকানা সুরক্ষায় ব্যাপক উদ্যোগ নিয়েছে। জিআই পণ্যের মালিকানা স্বত্ব ও নিবন্ধনের লক্ষ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থার সহায়তায় ইতিমধ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

সর্বশেষ খবর