মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অংশ নেওয়ার সম্ভাবনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

অংশ নেওয়ার সম্ভাবনা বিএনপির

২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আগেরই নীতিগত সিদ্ধান্ত রয়েছে দলটির। তবে এ ব্যাপারে শিগগিরই নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক করে দলের অবস্থান পরিষ্কার করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। শত প্রতিকূলতার মধ্যেও অতীতে আমরা সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি। দলীয় ফোরামে আলোচনা করে নাসিক নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ জানা যায়, তফসিল ঘোষণার পরপরই বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা মনোনয়ন পেতে কেন্দ্রে তদবির শুরু করেছেন। নির্বাচন করার জন্য বিএনপির কোনো প্রার্থীকে প্রকাশ্যে মাঠে দেখা যায়নি। তবে আলোচনায় আছেন বিগত সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাবেক এমপি আবুল কালাম, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল। এদের মধ্যে তৈমুর আলমের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই বেশি।

সর্বশেষ খবর