মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধের তদন্তে অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান। তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তবে কী অগ্রগতি হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। আবদুল হান্নান খান বলেন, ফেনীর মকবুল আহমাদ রাজাকার ছিল, তা সুস্পষ্ট। কিন্তু এ বিষয়ে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। একটি অনলাইন পত্রিকায় কয়েকদিন আগে দুটি অভিযোগ সুনির্দিষ্টভাবে তুলে ধরে প্রতিবেদন প্রকাশিত হলে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রাথমিক তদন্ত এখনো শেষ হয়নি। কাজ চলছে, অগ্রগতিও আছে। তদন্ত শেষে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তার বিরুদ্ধে মামলা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গ্রেফতারের প্রেক্ষাপটে দলের ভারপ্রাপ্ত আমির হিসেবে কয়েক বছর ধরে দায়িত্ব পালন করেন মকবুল আহমাদ।

সর্বশেষ খবর