বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির গ্রাফিকস ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের চূড়ান্ত চিত্র প্রদর্শনী গতকাল ইউনিভার্সিটির ৫ নম্বর কমপ্লেক্সে শুরু হয়েছে। এটি চলবে আগামীকাল পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ ২৪ চ্যানেলের সিইও নঈম নিজাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইনামুল কবীর শান্ত, ভাইস চেয়ারম্যান ড. ইহসানুল কবীর, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, গ্রাফিকস ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহরিয়ার তালুকদার, প্রক্টর ড. গোলাম মোস্তফা, জয়েন্ট প্রক্টর ড. জহুরুল হক, রেজিস্ট্রার স্থপতি হুসনেয়ারা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রণ বিভাগের অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক (মিডিয়া) মুজিবুর রহমান দিলু। এর আগে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এরপর তিনি উপস্থিত অতিথিদের নিয়ে শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের করা বিভিন্ন ডিজাইনের চিত্র ও মাল্টিমিডিয়ার ভিডিও উপস্থাপন করে দেখান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে নঈম নিজাম বলেন, ‘একজন মানুষ তার স্বপ্ন নিয়ে এগিয়ে যায়। এ প্রতিষ্ঠানের কর্ণধার ইনামুল কবীর শান্ত মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে স্বপ্ন দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বিশেষ বিভাগ ও বিশেষ মানুষ তৈরি করে স্বপ্ন দেখাচ্ছেন। স্বপ্ন তৈরি না হলে তা বাস্তবায়ন হয় না। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। সারা পৃথিবীর নানা প্রান্তে এ দেশ জাগ্রত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আমাদের যেতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে ইনামুল কবীর শান্ত বলেন, ‘চিত্র প্রদর্শনীর এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর ডিজাইনগুলো তুলে ধরেছে, যা আমি আগে ভাবতে পারিনি।’

প্রদর্শনী দেখে আমার বেশ ভালো লেগেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে সবাইকে অভিনন্দন।’

সর্বশেষ খবর