শিরোনাম
শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছাত্রলীগ নেতার হেরোইন সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার হেরোইন সেবনের ভিডিও নিয়ে ক্যাম্পাসে তোলপাড় হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে ভিডিওসহ হেরোইন সেবনের খবরটি প্রকাশিত হওয়ার পর এ নিয়ে গতকাল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ গতকাল পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। ভিডিওতে দেখা যায়, শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক সম্পাদক সজীব কুমার সাহার মুখে শাখা ছাত্রলীগের আরেক কর্মী আনন্দ সরকার হেরোইন তুলে দিচ্ছেন। আর সজীব বার বার সেই হেরোইন গ্রহণ করছেন। সজীব কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক এ এস এম আবু দায়েন বলেন, ‘অভিযুক্ত সজীব আমার হলের ছাত্র নয়। সে অবৈধভাবে এই হলে অবস্থান করছে। এর আগেও তাকে বেশ কয়েকবার হল ছেড়ে চলে যাওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে তার বিরুদ্ধে এখন  পদক্ষেপ গ্রহণ করব।’ এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ‘যে ভিডিওটি প্রকাশিত হয়েছে সেটি ছাত্রলীগে তার পদ পাওয়ার আগে ধারণ করা। তারপরও আমরা তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ পাঠানো হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর