শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  এদিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন একজন আপসহীন যোদ্ধা। তিনি ছিলেন মজলুম জনতার রাজনৈতিক নেতা। মওলানা ভাসানী বেঁচে থাকলে তিনি বর্তমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ‘খামোশ’ বলে সোচ্চার হতেন। আজকের দিনে মওলানা ভাসানীর মতো একজন দৃঢ়চেতা নেতার খুবই দরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর