শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিজার্ভের টাকা বিদেশে বিনিয়োগের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভের টাকা বিদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফপি) আয়োজিত এক অনুষ্ঠানে সরকারকে এ প্রস্তাব দেন। এফবিসিসিআই সভাপতি বলেন, ‘রিজার্ভের অর্থ অলস রেখে লাভ নেই। এই টাকা আমাদের বিনিয়োগের সুযোগ দিলে আমরা পাঁচ বছরে সরকারকে পাঁচগুণ লাভ এনে দিতে পারব।’ সরকার ব্যবসায়ীদের এ সুযোগ দিলে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেন, ‘বিষয়টি সরকার বিবেচনা করে দেখবে। তবে এ ক্ষেত্রে আমাদের সক্ষমতা খুবই সীমিত। রিজার্ভ বিনিয়োগে সরকারকে ঝুঁকি নিতে হবে। সেটিও বিবেচনা করে দেখতে হবে সরকারকে।’ অর্থ উপদেষ্টা বলেন, দেশে এখন সঞ্চয় হচ্ছে অনেক। তবে সে তুলনায় বিনিয়োগ হচ্ছে না। আর এটিই এখন সরকারের প্রধান দুশ্চিন্তার কারণ। অনুষ্ঠানে প্রবাসী আয় কমার পেছনে অর্থ পাচারকে দায়ী করে পলিসি রিচার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে বলে রেমিটেন্স আয় কমে যাচ্ছে। এই অর্থ পাচার বন্ধ করতে হবে। আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিআইর এমডি আরিফ দৌলা, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেমসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর