শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিরোধ নিষ্পত্তি বাড়লে মামলা জট কমবে

আলোচনা সভায় অভিমত

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে বিচার নিষ্পত্তি করতে আইনজীবীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। এটা বাড়লে মামলার জট কমবে। এ ক্ষেত্রে তিনি আইনজীবীদের জাতির বিবেক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাজধানীর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু প্রমুখ। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি কার্যকরের জন্য দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হয়। কিন্তু এর (সংশোধনী) কার্যকর প্রয়োগ নেই। এটা কার্যকর করা গেলে মামলার জট কমবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, অসহায়দের আইনি সেবা দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে। প্রশাসন ও বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি উল্লেখ করেন, এই সংগঠনের মামলার কারণে সুপ্রিমকোর্ট নিজস্ব জমি ফিরে পেয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর