শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাবিতে গণভোটে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের পক্ষে রায়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত প্রতীকী গণভোটে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের পক্ষে রায় এসেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ভোটের ফলাফল ঘোষণা করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। গণভোটের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঘোষিত ফলাফলে দেখা যায়, গণভোটে অংশগ্রহণ করে ১০ হাজার ১১১ জন। এতে রামপাল প্রকল্প বাতিলের পক্ষে ভোট দিয়েছেন ৯ হাজার ১৪৮ জন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৮৬০ জন। বাতিল হয়েছে ১০৩টি ভোট। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সভাপতি ইভা মজুমদার এতে সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর