শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুরস্কার পেল বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) ‘রিকগনিশন অফ এক্সিলেন্স’ পুরস্কার পেল বাংলাদেশের ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ প্রকল্প। গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে ‘আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড-২০১৬’ এ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের হাতে এ পুরস্কার তুলে দেন আইটিইউ মহাসচিব হাওলিন ঝাও। উল্লেখ্য, আগামী বছর ডিসেম্বরে উেক্ষপণের পর ২০১৮ সালের এপ্রিল নাগাদ এ স্যাটেলাইট বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, উদ্ভাবনী আইসিটি সেবার স্বীকৃতি হিসেবে আইটিইউ বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পকে এ পুরস্কার দিয়েছে। প্রদর্শনীতে এবার বিশ্বের ১০০টি দেশের প্রায় চার হাজার সরকারি কর্মকর্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।

সর্বশেষ খবর