রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মনোনয়ন পেতে আওয়ামী লীগ নেতাদের তোড়জোড়

জেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও বরিশাল

মনোনয়ন পেতে আওয়ামী লীগ নেতাদের তোড়জোড়

রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান হতে তত্পরতা শুরু করেছেন আওয়ামী লীগের ১০ নেতা। দলের উচ্চ পর্যায়ে তারা তদবির শুরু করেছেন। বিএনপির এই নির্বাচন বর্জনের ঘোষণার পর অনেকটা নিশ্চিত হয়ে মাঠেও তত্পরতা শুরু করেছেন তারা। দলের সমর্থন যিনি পাবেন, তার জয় অনেকটা নিশ্চিত হওয়ায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ।  চেয়ারম্যান হতে কেন্দ্রের কাছে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন বর্তমান প্রশাসক মাহবুব জামান ভুলু, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি শফিকুর রহমান বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, জেলা কৃষকলীগ সভাপতি রবিউল আলম বাবু, আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ আলী সরকার, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য  আতাউর  রহমান  খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা  অ্যাডভোকেট আবদুস সামাদ, চারঘাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

১০ নেতা আবেদন করলেও আলোচনায় আছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা জেলা ও নগর কমিটির একাংশের প্রকাশ্য সমর্থন পাচ্ছেন। এ ছাড়া ১৪ দলেরও সমর্থন পাচ্ছেন। আর লাভলু গত তিন দফা সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। উপজেলা নির্বাচনেও মনোনয়ন পাননি। এবার দল তাকে মূল্যায়ন করবে, এমনটা প্রত্যাশা সাবেক এই ছাত্র নেতার।

এদিকে বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের সমর্থন পেতে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে আবেদন  করেছেন  বর্তমান প্রশাসকসহ ৪জন। অন্যরা হলেন—মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  শাহানারা আবদুল্লাহ, আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবী সাবেক অতিরিক্ত সচিব ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মোশাররফ হোসেন রাজা।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানারা আবদুল্লাহর পক্ষে একাট্টা জেলার ১০ উপজেলা চেয়ারম্যান ও ৬ পৌর মেয়র। বুধবার গৌরনদী পৌরসভায় মেয়র হারিছুর রহমান হারিছের অফিস কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ।

সর্বশেষ খবর