রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছিনতাই মামলায় দুই কনস্টেবল রিমান্ডে

আদালত প্রতিবেদক

ছিনতাই মামলায় দুই কনস্টেবল রিমান্ডে

রাজধানীর শাহবাগ থানায় করা ডিম বিক্রেতার টাকা ছিনতাই মামলায় পুলিশের দুই কনস্টেবলকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডকৃতরা হলেন ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও রাজিকুল খন্দকার।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক দেবরাজ চক্রবর্তী আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. মাহমুদুর রহমান বলেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালধ ভালো। এ  আসামিরা পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। মামলা তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এদিকে কনস্টেবল লতিফুজ্জামান ও রাজিকুল খন্দকারকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগ। এ ছাড়া ডিম  বিক্রেতার  টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর