রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নদী রক্ষায় কাজ করতে হবে সমন্বিতভাবে

নদী অলিম্পিয়াড

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন সংস্থা ও সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ মিলনায়তনে আয়োজিত ‘নদী অলিম্পিয়াডে’ তিনি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যৌথভাবে এই বিভাগীয় নদী অলিম্পিয়াডের আয়োজন করে রিভাইন পিপলস এবং সমকাল সুহৃদ সমাবেশ। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুরশিদ, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, অক্সফামের অনুষ্ঠান পরিচালক এ বি আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মাহবুবা নাসরীন, রিভাইন পিপলসের পরিচালক মোহম্মদ এজাজ, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ প্রমুখ। মেয়র সাঈদ খোকন বলেন, নদীর সঙ্গে মিশে আছে আমাদের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি এবং সভ্যতা। আমাদের জীবনের সঙ্গে নদীর দীর্ঘদিনের সম্পর্ক বিদ্যমান। অথচ সেই নদী আজ দূষণের কবলে পড়েছে। আমরা যেই বুড়িগঙ্গা দেখেছি, সেই বুড়িগঙ্গা আজ আর নেই। আমরা নদীকে দূষণের কবল থেকে মুক্ত করতে এরইমধ্যে কিছু প্রকল্প গ্রহণ করেছি। তিনি বলেন, আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা বুড়িগঙ্গায় অন গ্রাউন্ড কাজ শুরু করব। এটা পাইলট প্রোজেক্ট হিসেবে ১৮ মাসের মধ্যে শেষ করা হবে। এরইমধ্যে বিশ্বব্যাংকের কাছে আমরা বুড়িগঙ্গার বিষয়ে একটি পরিকল্পনা দিয়েছি। আশা করছি শিগগিরই নদীটির ওয়াটার ফান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ শুরু করতে পারব।

সর্বশেষ খবর