সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হোল্ডিং ট্যাক্সের স্থায়ী সমাধানের পথ খুঁজছি : নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হোল্ডিং ট্যাক্সকে সিটি করপোরেশনের যাবতীয় সেবার মূল উৎস আখ্যা দিয়ে এ ব্যাপারে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬তম সাধারণ সভায় মেয়র এ কথা জানান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারি গেজেট, বিধি-বিধান ও আইন-কানুনের মধ্যে থেকে সাধারণ নাগরিকদের কোনো ধরনের হয়রানি বা জুলুম না করে সহনশীল পর্যায়ে কর পুনঃনির্ধারণের (অ্যাসেসমেন্ট) মাধ্যমে গতিশীলতা আনার চেষ্টা করছি। বাধ্যবাধকতার মধ্য থেকে ৫ বছর পর পর কর পুনঃমূল্যায়নের  কাজটি অতীতে সঠিকভাবে না করায় নানা ঝামেলা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে।

মেয়র বলেন, গরিবের ওপর কোনো ট্যাক্স ধার্য করা হবে না। অসচ্ছলদের ওপরও কোনো ধরনের চাপ সৃষ্টি করব না। সামর্থ্যবানদের ট্যাক্সের ওপর ভিত্তি করে চসিকের যাবতীয় উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।

সর্বশেষ খবর