মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নতুন বিদ্যুৎ প্লান্ট করছে ডরিন পাওয়ার

নিজস্ব প্রতিবেদক

নতুন বিদ্যুৎ প্লান্ট করছে ডরিন পাওয়ার জেনারেশন নেক্সট অ্যান্ড সিস্টেম লিমিটেড। শিগগিরই ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য এলওআই পেতে যাচ্ছে কোম্পানিটি। সম্প্রতি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড চাঁদপুরে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সর্বনিম্ন দরদাতা হিসেবে ডরিন পাওয়ার নির্বাচিত হয়েছে। নতুন প্লান্ট শুরু হলে প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা হবে ২৯১ মেগাওয়াট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ৬৬ মেগাওয়াটের তিনটি বিদ্যুৎ প্লান্ট নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে। ২০১৬ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটি দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর বিনিয়োগকারীদের জন্য একে সম্ভাবনাময় কোম্পানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৯ বছর ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ও নতুন প্লান্ট স্থাপনের মাধ্যমে ডরিন পাওয়ার ব্যবসায় পরিপক্বতা অর্জন করেছে। কোম্পানিটির উৎপাদন ক্ষমতা ৬৬ মেগাওয়াট থেকে ৩ গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে ১৭৬ মেগাওয়াটে উন্নতি হয়েছে। চলতি বছরে গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে প্রান্তিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২.২২ টাকা। যা আগের বছর ছিল দশমিক ৩৬ টাকা। খুব অল্প সময়ের ব্যবধানে বিনিয়োগকারীরা এর সুফল পেয়েছে। ফলে অনেকে ব্লু চিপ শেয়ার হিসেবে বিনিয়োগ করছেন।

বিনিয়োগকারী ও শেয়ার বিশ্লেষকরা বলছেন, সব সময় পরিশোধিত মূলধনের সঙ্গে ঋণের তুলনা করা সঠিক নয়। কোম্পানির রিজার্ভ, অবণ্টিত মুনাফা, সারপ্লাস ফান্ড থাকে- যা ইকুইটির অংশ। এই কোম্পানিটির ইকুইটি ও রিজার্ভের পরিমাণ ২৭৫ কোটি টাকা। যা ঋণের তিন ভাগের কম। মোট সম্পদের পরিমাণ ১১৪২ কোটি টাকা। যা দীর্ঘ মেয়াদি ঋণের চেয়ে ৬৫ শতাংশের কম।

সর্বশেষ খবর