মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চার মেডিকেল সেন্টারকে ৩১ লাখ টাকা জরিমানা

পরীক্ষা ছাড়াই প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট

প্রতিদিন ডেস্ক

মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান রাখাসহ কোনো প্রকার পরীক্ষা না করে বিদেশ গমন ইচ্ছুকদের প্যাথলোজিকাল টেস্ট রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর বনানীর চারটি প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১ এর উদ্যোগে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের সহায়তায় গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। জরিমানা করা চার প্রতিষ্ঠান হচ্ছে—গালফ মেডিকেল সেন্টার, আল-আবির চেককাপ সেন্টার, নোভা মেডিকেল সেন্টার ও আল-যাবের মেডিকেল সেন্টার। খবর বিডিনিউজ। র‌্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে দলটি দেশে-বিদেশে গমন ইচ্ছুক ব্যক্তিদের কোনো পরীক্ষা না করেই সবকিছু স্বাভাবিক উল্লেখ করে ‘মেডিকেল ফিট’ রিপোর্ট কম্পিউটারে প্রিন্ট করে দেওয়া হচ্ছে। তাছাড়া যে সব চিকিৎসকের নামে স্বাক্ষর করা হচ্ছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে প্যাথলজিকাল রিপোর্ট করেন না বলে জানান। এই চার প্রতিষ্ঠানে নিবন্ধিত কোনো প্যাথলজিস্ট পাওয়া না গেলেও নাম ঠিকানা ছাড়াই খালি রিপোর্ট ফরমে চিকিৎসকের স্বাক্ষরযুক্ত বেশকিছু ফরম পাওয়া গেছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ‘উল্লেখযোগ্য’ পরিমাণ রাসায়নিক উপাদান পাওয়া গেছে। এসব অভিযোগে বনানীর ১৭ নম্বর রোডের গালফ মেডিকেল সেন্টারকে ১৫ লাখ, পাশের আল-আবির চেকআপ সেন্টারকে ছয় লাখ, বনানীর ১৩ নম্বর রোডের নোভা মেডিকেল সেন্টারকে আট লাখ এবং পাশের আল-যাবের মেডিকেল সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মো. শাহজাহান এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর