বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বর্ধিত ভ্যাট প্রত্যাহার দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতি দোকানে বার্ষিক প্যাকেজ ভ্যাট ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করার প্রতিবাদে চট্টগ্রামের ব্যবসায়ীরা প্রতীকী ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল দুপুরে নগরীর নিউমার্কেট মোড় থেকে আমতল পর্যন্ত মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বেশির ভাগ দোকান বন্ধ থাকে। তবে কাঁচা বাজার ও ওষুধের দোকান ধর্মঘটের বাইরে ছিল। মানববন্ধনে ব্যবসায়ীরা দোকানপ্রতি প্যাকেজ ভ্যাট ১৪ হাজার টাকা পুনর্বহালের দাবি জানিয়েছেন। নইলে চট্টগ্রাম থেকেই বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ হোছাইন বলেন, ‘আমাদের ধর্মঘটে টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ নগরের বেশির ভাগ বিপণি কেন্দ্রের দোকান মালিকরা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন।’ তিনি বলেন, ‘বর্তমানে পাইকারি ও খুচরা ব্যবসায় চরম ধস নেমেছে। লোকসান দিয়ে ব্যবসা পরিচালনা করছি।’

সর্বশেষ খবর